শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া নগরীতে অসাধু চক্র-ঠকবাজ ও ‌প্রতারণা থেকে রক্ষায় পুলিশ কমিশনারের সতর্ক বিজ্ঞপ্তি তজুমদ্দিনে অগ্নিকাণ্ড : পরিকল্পিত ঘটনার অভিযোগ ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে ৭জনক আটক তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন। এম এ হান্নান তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত: ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বোয়ালখালীতে শহিদ জিয়া স্মৃতি শর্টপিজ ক্রিকেট শুভ উদ্বোধন পটিয়া উপজেলায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মরহুম মো: ইকবাল হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল: রাউজানে পন্ডিত ড. লোকানন্দ মহাথের’র স্মরণে সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

নুরুল্লাবাদ ইউ’পি চেয়ারম্যান ইয়াছিন আলী আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৯.২৭ এএম
  • ৯৫ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামানিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

নিহত ইয়াছিন আলী প্রামানিক নওগাঁর মান্দা উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের চকহরি নারায়ন গ্রামের মৃত আব্দুল্লাহ প্রামানিকের ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিহত ইয়াছিন আলীর ছেলে ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান প্রামানিক জানান, তার বাবা গত ২০২১ সালের ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী হিসেবে ইউ’পি চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তার রাজনৈতিক প্রতিপক্ষ গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের অপচেষ্টায় কৌশলের আশ্রয় নেয়। পরিষদের কিছু সদস্যদের অনৈতিক দাবি মেনে না নেওয়ার কারনে তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে একটি সাজানো ঘটনা তৈরি করে তাকে অপসারন করা হয়, যা মহামান্য হাইকোর্ট স্থগিত করে। গত ২৩ মে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী বেঞ্চে আদেশে ওই স্থগিতাদেশ দেন। এরপরেও তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে বিভিন্নভাবে হয়রানী করায় তিনি মানষিকভাবে ভেঙ্গে পড়েন। অপরদিকে, তার বাবা দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার প্রথম জানাজার নামাজ আজ বিকেল ৫ টায় চকহরি নারায়ন দাখিল মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় জানাজা রাত ৮ টায় একই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইয়াছিন আলী প্রামানিক জীবিতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মান্দা উপজেলা শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। তার মৃত্যুর পর উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হয়ে গেলো। বর্তমানে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবু সাঈদ জালাল ওরফে চঞ্চল নামে একজন ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে, আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে ওই ইউনিয়নে উপ- নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com