সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
গত ১৫ অক্টোবর ২৩’ আগ্রাবাদ হোটেল জামান এ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন এর সভাপতিত্বে ও সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার এর সঞ্চালনায় সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়।এতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন আজীবন সদস্য মো : আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি ও দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এর আজীবন সদস্য ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রশংসা করেন এবং তার সহযোগিতা সবসময় থাকবে বলে জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়েস্ট ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ও দূরবীন মিডিয়া ফাউন্ডেশন এর আজীবন সদস্য মো: দিদারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মো : মোশাররফ ভূঁইয়া পলাশ । বক্তব্য রাখেন দূর্বীন মিডিয়া ফাউন্ডেশন এর ব্রাঞ্চ ম্যানেজার মেহেরুন নিপা, আজীবন সদস্য রাশেদুল ইসলাম, মো : আনোয়ার হোসেন,মো : আবু হানিফ, আজীবন সদস্য ফাতেমা আক্তার ডলি,মো : এছাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হাসান, আলাউদ্দিন, মডেল মেঘলা, জান্নাতুল ফেরদৌস, মো : রিয়াজ,মডেল আঁখি, কণ্ঠশিল্পী রুপা পায়েল, মাঈনুল হাসান, পারভীন আক্তার,রোজি আক্তার, বিলকিস আক্তার,মনিরা সুলতানা, মো:সুমন, সেলিম, সাহিদা আক্তার, রেজাউল করিম,রিংকু। সভাপতি তার সমাপ্তি বক্তব্যে সংগঠনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রামাণ্য চিত্র তুলে ধরেন,তিনি বলেন দূর্বীন মিডিয়া ফাউন্ডেশন একটি হত-দরিদ্র বিমোচন মানবিক উন্নয়ন সংস্থা। এ সংগঠনের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও গরীব অসহায়দের আর্থিক অবস্থার পরিবর্তন করতে সহায়তা করবে।এতে সকলের সহযোগিতা চেয়ে আগামী আজীবন সদস্যদের নিয়ে যে সম্মেলন হবে তাতে অংশ নেয়ার আহবান জানিয়ে রাতের ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।