সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধিন “ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল”র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও এসএসসি- ২০২৩’র এ + প্রাপ্ত (জিপিএ-৫) শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ ২৭ অক্টোবর ২০২৩ সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেনের সভাপতিত্বে পরিচালক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্ডেন কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন-কেয়া’র সাবেক চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দীন কাদের লাভলু প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক আব্দুল হাকিম চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন কেয়া’র মহাসচিব এম নজরুল ইসলাম খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিম উদ্দিন,কেয়ার সাংগঠনিক সচিব এম এ রহমান,ডাক্তার জাকির হোসেন,এতে বক্তব্য রাখেন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বশার,ক্যাম্পাস প্রধান মোঃ মিরাজ মাহমুদ, মোঃ আশরাফুল ইসলাম, মাওলানা মোঃ ইয়াসিন হাওলাদার, শিক্ষার্থীদের মধ্য থেকে এবং অভিভাবক এর মধ্য থেকেও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।