সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
ড. হারুন উর রশীদ বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তান বানানোর গভীর ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের প্রত্যক্ষ মদদদাতা খুনী জিয়ার মরণোত্তর বিচার করা উচিত। বাংলাদেশকে সঠিক পথে চলমান রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকার অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় কাঠগড় এলাকার কে স্কয়ার-২ কনভেনশন সেন্টারে ২১ আগস্টে নারকীয় হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার দাবিতে শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সিরাজ উদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মো. ইসহাক। প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
উত্তম শীলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মো. ইলিয়াস, ওয়াহিদুল আলম মাস্টার, মুনসুর নাদিম, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক , শাহাদাত হাসান, মো. আলী, বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জানে আলম, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম , ফরিদ উদ্দিন বাবর, মাহমুদুল হক, চারুশিল্পী আবু নাসের রবি, মো. আলী, মো. মহসীন, আলহাজ মো. সেলিম, কামরুল হোসেন, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম সুজন, এসএম নাসির, মো. বেলাল, শারমিন ফারুক সুলতানা, কামরুন নাহার বেবি, ফারজানা মুন্নী, আজাদ হোসেন রাসেল, মো. ইদ্রিস, ফজল করিম, আয়েশা আকতার, রাসেল মাহমুদ, ইফতেখার হোসেন জিসান ও সাফায়েত উল্লাহ।