ডেস্ক নিউজ, চট্টগ্রাম :
নগরী ইপিজেড থানা অফিসার ইনচার্জ আবদুল করিম কে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানিয়ে নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন
কে বরণ করে নিচ্ছেন সিএম্পির উপ – পুলিশ কমিশনার শাকিলা সুলতানা (বন্দর জোন)।
মোহাম্মদ হোসাইন ইতিপূর্বে বায়েজিদ থানায় তদন্ত অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। ৩০ আগস্ট রাতে ইপিজেড থানার অভ্যন্তরীণ হলে অনুষ্ঠান সম্পন্ন হয়।