মানব সময় ডেস্ক :
অদ্য ১৪ জুলাই ২০২৩, চিটাগাং মডেল স্কুল মিলনায়তনে স্কুলের ম্যানেজিং কমিটির সাধারণ সভা সিএমসি’র সম্মানিত সভাপতি মো. রফিকুল ইসলাম মল্লিক এর সভাপতিত্বে এবং স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান’র সঞ্চালনায় সম্পন্ন হয়। মিটিং-এ আলোচনা-পর্যালোচনার ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আলোচনা- পর্যালোচনা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী, চিটাগাং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোছাম্মৎ ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ হোসেন, শিরিন আক্তার,রত্না মল্লিক, রুমানা পারভীন, কনিকা দাস,এতে আরো বক্তব্য রাখেন রিনা আক্তার, তানজিনা আক্তার, লাকি দাস,শর্মী দেব,লাকি আক্তার প্রমুখ,
এতে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিশেষ প্রশিক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়, চলমান নিয়মিত ইন হাউস ট্রেনিং অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সবাইকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে অত্র সভার সম্মানিত সভাপতি মোঃ রফিকুল ইসলাম মল্লিক তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন।