এম এ হান্নান, তজুমদ্দিন প্রতিনিধ।
বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকালে আলোচনা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মহসিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল সভাপতি নাসির উদ্দিন ভূট্টো, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক কামরুল হাসান মিল্লাদ, যুবদল নেতা মো হান্নান ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-যুগ্ম সম্পাদক শামছুদ্দিন আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মো. লিটন, কাজল হাওলাদার, শিবির, নান্নু, নয়নসহ দলীয় নেতাকর্মিরা অনুষ্ঠানে যোগদান করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।