মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধিন সানমুন আইডিয়াল স্কুলের মিলনায়তনে মোঃ শহীদুল্লাহ শহিদ এর সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়া’র মহাসচিব এম নজরুল ইসলাম খান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেয়া’র যুগ্ম মহাসচিব মোঃ এনায়েত হোসেন,কেন্দ্র ব্যবস্থাপনা সচিব মোঃ সাজ্জাদুল করিম খান, সাংস্কৃতিক সচিব মোঃ ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, মোসা. আফরোজা খাতুন,মাওলানা মো. ইয়াসিন, মোহাম্মদ রুবেল শেখ,মোসা. শামীমা আক্তার সহ প্রমূখ।
এতে সিদ্ধান্ত হয় যে আগামী ১৬ জুন ২০২৩ শুক্রবার বন্দর-পতেঙ্গা-ইপিজেড-হালিশহর এলাকার প্রতিষ্ঠানগুলির বৃত্তি প্রাপ্তকৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ওই অনুষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত স্কুলগুলোর মধ্যে সাংস্কৃতিক ( নাচ, গান) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে তবে এই অংশগ্রহণকারীর মধ্যে একটি বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যেখানে শহীদুল্লাহ শহীদ স্যার এর প্রধান থাকবেন। সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এবং সদস্য শিক্ষা প্রতিষ্ঠানকে অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয়।