নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় কুঁড়েঘর কণ্ঠশিল্পী তাসরিফ খান আগামীকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোলার চরফ্যাশনে আসবে বলে তার ফেসবুক ভেরিফাইড পেইজে পোস্ট দিয়েছে।
আজ বুধবার (১৮ জানুয়ারি) তার ভেরিফাইড পেইজের পোস্টে বলেন, আগামীকাল কনসার্ট করতে আসছি ভোলার চরফ্যাশনে। রাত ৮টায় দেখা হবে ফ্যাশন স্কয়ারে ।
পরশু দেখা হচ্ছে ঢাকা UITS Campus এ। সন্ধায় একসাথে গাইবো সবাই।
২২ জানুয়ারী আসছি কুষ্টিয়ার টাউন হলে। Kureghor ব্যান্ডের আরও কিছু কনসার্ট আছে এই মাসে। জানিয়ে দেবো।
প্রতিটা কনসার্টেই চেষ্টা করবো বাইশের বন্যা বই টা নিয়ে আসতে।
যারা অটোগ্রাফ ছাড়া বই পেয়েছেন তারা চাইলে কনসার্টে এসেও অটোগ্রাফ নিয়ে যেতে পারবেন। সেই ব্যাবস্থা আমি করে দেব।
আর কোন কোন জেলায় আমাদের দেখতে চান কমেন্ট করে জানাবেন।
শুধুমাত্র কনসার্টের জন্য বুকিং করতে যোগাযোগ করুন। 01764260009 ( Tanjeeb )