চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে আগামী ২৯ ডিসেম্বর আসন্ন জিন্নাগড় ইউপি নির্বাচনকে সমানে রেখে শোডাউন করেছেন জ্যাকব সেনা সংসদের সভাপতি ও জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ নোমান তালুকদার।
শনিবার বিকেলে শোডাউটিতে বিপুল সংখ্যক মোটর সাইকেল,বোরাক,অটোরিকশা নিয়ে কয়েক শতাধিক নেতাকর্মী-সমর্থক শোডাউনে অংশ নেন।
শোডাউনটি ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জিন্নাগড় ইউনিয়নের কাশেম গঞ্জ বাজারে এসে পথ সভায় রুপান্তরিত হয়।
এসময় জনতার উপস্থিতিতে মেম্বার প্রার্থী মোঃ নোমান তালুকদার বলেন,আসন্ন ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডের ভোটারদের চাওয়া ও সম্মতিতে আমি মেম্বার পদ-প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। ভোটারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি এই ৮নং ওয়ার্ডের যে-সকল অসম্পূর্ণ কাজ রয়েছে তা আমি সম্পুর্ন করার চেষ্টা করবো।মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত একটি ওয়ার্ড গরবো। সর্বস্তরের ভোটারদের প্রতি আমার আহ্বান সবাই’র সহযোগিতা পেলে তাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।আমি আপনাদের ওয়াদা করছি ৮নং ওয়ার্ডবাসী উন্নয়ন থেকে কেও বিমুখ হবে না ইনশাল্লাহ।