আরবলিগ-ওআইসিকে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে :আল্লামা কাশেম নূরী
নিজস্ব প্রতিবেদক:
রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ও আহলে সুন্নাত যুব পরিষদের সার্বিক সহযোগিতায় শানে আহলে বাইতে রাসূল (দ.) ও সাহাবায়ে কেরাম (রাদ্বি.) কনফারেন্স ২৭ জুন সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। কন্ধসঢ়;ফারেন্সে বক্তারা বলেন, আহলে বাইতে রাসূল (দ.) আমাদের ঈমানি চেতনার প্রতীক।
উম্মতশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। তাই এই মহাত্মা মনীষীদের প্রতি সম্মান, ভালোবাসা ও আনুগত্যই ঈমানের মূল দাবি। যারা এই পুন্যাত্মা ব্যক্তিত্বদের প্রতি কটূক্তি ও অবমাননা করবে তারা ঈমানি নেয়ামত থেকে বঞ্চিত হবে। নবী-ওলী বিদ্বেষীরা রড়ই দূর্ভাগা। তাদের সাহচর্য বর্জনই ঈমানের দাবি।
ইসলামী চিন্তাবিদ ও বক্তারা আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, জাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য ইসলামী জীবন বিধানকে পুরোপুরি মেনে চলতে হবে। আহলে বাইতে রাসূল (দ.), সাহাবায়ে কেরাম ও ওলী বুজুর্গের প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে ঈমান আক্বিদাকে পোক্ত করতে হবে। যেকোনো ধর্ম, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মগ্রন্থের অবমাননা ঠেকাতে জাতিসংঘ, আবরলিগ এবং ওসাইসিকে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।
এর সর্বাত্মক প্রয়োগ নিশ্চিত করতে হবে। রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান অধ্যাপক কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট ও আহলে সুন্নাত ওয়াল আমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) ।
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল আমা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শায়খুল হাদীস মুফতি আল্লামা ইব্রাহীম আলকাদেরী (মু.জি.আ)। আহলে বাইতে রাসূলের (দ.) মর্যাদা ও সাহাবায়ে কেরামের শান মানের ওপর কনফারেন্সে বিশিষ্ট উলামায়ে কেরাম ও পদস্থ ব্যক্তিদের মধ্যে আলোচনায় অংশ নেন লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী, পীরে তরিক্বত আল্লামা শাহ্ আলম নঈমী (মু.জি.আ), আল্লামা কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী (মু.জি.আ), মুফতি আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী (মু.জি.আ), অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আনসারী, যুবনেতা শফিক আল মুজাদ্দেদী, কাযী মাওলানা ওমর ফারুক আজমী, যুবনেতা শাহজাহান পাঠোয়ারী।
প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী ও সদস্য সচিব মুহাম্মদ আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহমুদুল হক রাজিব। কন্ধসঢ়;ফারেন্সে প্রধান অতিথি আল্লামা
নূরী বলেন, আল্লাহ পাকের সন্তুষ্টি ও প্রিয় নবীজীর (দ.) নৈকট্য অর্জন করতে হলে আহলে বাইতে রাসূলের (দ.) এর
প্রতি শর্তহীন ভালোসাবা ও আনুগত্য প্রদর্শন করতে হবে।
কেননা, তারাই হলেন আমাদের নাজাতের উসিলা। ড. মাসুম চৌধুরী বলেন, আহলে বাইতে রাসূলের (দ.) প্রতি আনুগত্য ও ভালোবাসা ছাড়া ঈমানের দাবি অর্থহীন। তাঁদের শান মানের ওপর কটূক্তি করলে ঈমানই থাকবে না। কাযী শাহেদুর রহমান হাশেমী বলেন, ভারতে বিজিপি নেতারা মহানবী (দ.) ও উম্মতজননী আয়েশা সিদ্দিকা (রা.) এর শান মর্যাদায় আঘাত হেনে আমাদের ইমানি
চেতনাকে স্তব্ধ করে দেয়ার দূরভিসন্ধিতে লিপ্ত। অথচ মহাত্মা গান্ধীসহ যুগে যুগে সকল সেরা মনীষী সাধকরা
মহানবী (দ.) অতুলনীয় মর্যাদা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন।
তিনি ধর্ম, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মগ্রন্থের ওপর বিরোধ ঠেকাতে, জাতিসংঘ, আরবলিগ এবং ওআইসিকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার এবং তার কঠোর প্রয়োগ নিশ্চিত করার জোরালো দাবি জানান। সভাপতির বক্তব্যে অধ্যাপক কাউছার হামিদ বলেন, আজ প্রিয় নবী (দ.), উম্মতজননী (রা.) সহ সাহাবায়ে কেরাম ও ওলী মনীষীদের নিয়ে জঘন্য কটূক্তি করা হচ্ছে। এর বিরুদ্ধে বিশে^র
সচেতন মানুষকে প্রতিবাদ-প্রতিরোধের বলয় গড়ে তুলতে হবে।
তিনি বিজিপি সরকারের ইসলাম বিদ্বেষী আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান। সালাত সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্যাগ এবং দেশবাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করনে আনজুমানে রজভীয়া আহলে সুন্নাত ওয়াল আমা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব পীরে
তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ¦ জহির আহমদ সওদাগর, আলহাজ¦ মুসা সওদাগর, আলহাজ¦ কাজী মুহাম্মদ ফোরকান জা, আবু ছালেহ আঙ্গুর, মাওলানা আবুল কালাম আজাদ, মহাসচিব মোহাম্মদ মিঞা জুনাইদ, মাওলানা কুতুবউদ্দিন শাহ্
নূরী, শায়ের এনামুল হক এনাম, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ ফরিদুল আলম, এস এম ইকবাল বাহার এ্যাডভোকেট মুহাম্মদ আলমগীর, মাওলানা নাজিম উদ্দিন নূরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ আবু হানিফ রিপন, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ জাকির হোসাইন, মুহাম্মদ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ ইকবাল, ইয়ার মুহাম্মদ, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।