পঞ্চগড় প্রতিনিধি :
সারাদেশের ন্যায় পঞ্চগড়েও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠান পালন করা হয়েছে।
২৫শে জুন শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি তে অংশ নেন পঞ্চগড় জেলা প্রশাসক, উপজেলা জেলা প্রশাসন, জেলা পুলিশ, আনসার, বিজিবি, ফায়ার সার্ভিস, জেলা আওয়ামী লীগ, জেলা পৌর আওয়ামী লীগ,জেলা জাতীয় শ্রমিক লীগ,জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগ, ছাত্র-ছাত্রী ও শিক্ষক, সাংবাদিক সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সরকারি-বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারীগণ বিন্দুরাও এসময় উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার সর্বস্তরের কয়েক হাজার মানুষ শোভাযাত্রাটিতে অংশগ্রহণ করেন। স্টুডিয়ামের মাঠে ডিজিটাল পর্দায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটির উপস্থিত অতিথিসহ দর্শকের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসন আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট।
উপজেলা পরিষদ
চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম। বক্তারা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
পঞ্চগড় জেলা প্রশাসক জনাব মোঃ জহুরুল ইসলাম বলেন আমরা বীর বাঙালি জাতি কোন ষড়যন্ত্রই আমাদেরকে আটকে রাখতে পারেনি। পদ্মা সেতুর উদ্বোধন এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি আজ প্রমাণ করে দিয়েছেন। তাই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জনো নেত্রী শেখ হাসিনা।