ভোলা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি, বিডিএফ-এর রাজনৈতিক প্রধান পৃষ্ঠপোষক এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন স্যার ভোলা দৌলতখান আগমন উপলক্ষে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) ভোলা জেলা কমিটি ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ এর সিনিয়র যুগ্ম আহবায়ক ও মানবিক ডাক্তার হিসেবে খ্যাত অধ্যাপক ডাঃ আফতাব ইউসুফ রাজ।
জনাব এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বিডিএফ এর নদী ভাঙ্গন রোধে নেদারল্যান্ডস এর সাথে ওরিও চুক্তি, ফেরী চলাচল, সী-ট্রাক চলাচল, লঞ্চঘাটে অতিরিক্ত ঘাট টিকেট ও অতিরিক্ত লঞ্চ ভাড়া আদায় বন্ধসহ অসংখ্য কল্যাণকর কাজের ভূয়সী প্রশংসা করেন। এবং বর্তমানে বিডিএফ এর চলমান কর্মকাণ্ড ভোলায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নসহ ভবিষ্যতে গৃহীত সকল কল্যাণকর কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
বিডিএফ ভোলার আহবায়ক জনাব রাজীব হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন যুগ্ন আহ্বায়ক রিয়াদ হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ মিরাজ হোসাইন
সভায় বিডিএফ নেতৃবৃন্দ ও দৌলতখানের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।