তোতা মিয়া, পঞ্চগড় :
আজ শনিবার পঞ্চগড় বাসীর বহুল প্রত্যাশিত, দোলনচাঁপা ট্রেন ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের মূল ফটক এর শুভ উদ্বোধন, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের কার পার্কিং এরিয়া, এপ্রোচ রোড,গেইট এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন (পঞ্চগড়) হতে সান্তাহার ভায়া রংপুর বগুড়া পর্যন্ত আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে, উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পঞ্চগড়ের সম্মানিত মাননীয় মন্ত্রী,রেলপথ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখা সংগ্রামী সভাপতি জনাব মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় জেলা প্রশাসক জনাব মোঃ জহুরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা জনাব মোঃ আব্দুল লতিফ তারিন, আরো আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব মোঃ নুরুজ্জামান ও আহ্বায়ক শাহিন রেজা মিয়া সহ পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীরা, এসময় উপস্থিত থেকে ,উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট নুরুল ইসলাম সুজন, তিনি বলেন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় বাঁশির দীর্ঘদিনের স্বপ্ন ছিল, এই ট্রেনটির উদ্বোধনের সব কৃতিত্বই জননেত্রী দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই ট্রেনটি উদ্বোধনের মধ্য দিয়ে রংপুরে যাতায়াতের সুবিধা সহ উত্তরবঙ্গের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য শাক ,সবজি ,মাছ , গম , ভুট্টা ,ধান, পাট ইত্যাদি ,ঠাকুরগাঁও ,দিনাজপুর ,রংপুর ,বগুড়া ,সহ অন্যান্য জেলায় বহন করার সুযোগ পাবে। ক্রয় বিক্রি করতে পাড়বেন এতে করে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাবেন।এছাড়াও দোলনচাঁপা ট্রেনটি পঞ্চগড় থেকে নিয়মিত যাতায়াত করবে যাতে করে পঞ্চগড় বাস এর কোন অসুবিধা না হয়। এছাড়াও আরো অনেকেই যে যার মত বক্তব্য রেখেছেন।