মোঃ তোতা মিয়া, পঞ্চগড়
পঞ্চগড় বিলুপ্ত ছিটমহল এলাকার বসবাসকারী মানুষের মাঝে ২০ টি বকনা গরু বিতরণ করা হয়। আজ সকাল ১১ টার সময় পঞ্চগড় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পঞ্চগড় সদর এর বকনা গরু বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি এলাকা ও নদী বিধোত চরাঞ্চলে সম্মানিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বিলুপ্ত সিটমহল এলাকার বসবাসকারী সুফলভোগী পরিবার ও খামারিদের মাঝে ২০ টি বকনা গরু বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা প্রাণিসম্পদ অফিসার পঞ্চগড়, মোঃ আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব মোঃ আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন ডেপুটি চীফ এপিডেমিওলজিষ্ট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুর, ডাঃ মোঃ এনামুল হক। আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহি অফিসার মোঃ মাসুদুল হক। এ সময় চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের উন্নয়নের জন্য প্রতিটি মুহুর্ত কাজ করে চলেছেন। এই ২০ টি পরিবার যাতে করে আর্থিকভাবে লাভবান হতে পারে ও সংসারের অভাব -অনটন দূর করতে পারে , এবং গৃহহীন প্রাণি পালনের প্রতি মানুষের যাতে আগ্রহ বারে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।