নিউজ ডেস্ক :
ডিপুটি পুলিশ কমিশনার জনাব জয়নুল আবেদিন (সিএমপি ট্রাফিক উত্তর ) এর লিখা গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোঃ আশরাফুল করিম সৌরভ। নির্মাণ সহযোগিতায় ছিলেন নির্মাতা ও অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ ও অনির্বাণ করিম। সুটিং এর সার্বিক তত্বাবধানে ছিলেন রইস উদ্দিন আহমেদ এডিসি (সিএমপি ট্রাফিক দক্ষিন ) এবং সমন্বয়ক হিসাবে ছিলেন জনাব হুমায়ুন কবির এডিসি ( সিএমপি ট্রাফিক উত্তর )
আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের কারিগরি সহায়তায় নির্মিতব্য তথ্যচিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ময়মনা আমিন ঐর্শী, জামালখান জয়, সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট সুব্রত এবং আরো অনেকেই।
চিত্রধারণ- প্রান্ত শর্মা, এবং সৌরভ পাল
মেকআপ- বীনা দাশ গুপ্ত
প্রোডাকশন তত্বাবধানে- বাপ্পি হায়দার ও আহমেদ কামাল আফতাব।
প্রডাকশন টিম- মামুন খান রাহি, তারেক, মান্নান হিমেল ও পারভেজ চৌধুরী।
সচেতনতামুলক তথ্য চিত্রটি শীঘ্রই পুলিশ হেড কোয়াটারে জমা দেয়া হবে।