হেলাল উদ্দিন :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বন্দর থানার ৩৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ চট্টগ্রাম আনন্দবাজার চান্দারপাড়া নূরমহল কমিউনিটি সেন্টারে বন্দর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও বন্দর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি খায়রুল আলম দিপু ও ৩৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোঃজামাল উদ্দিন সহ বন্দর থানা ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য:এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে কটুক্তি করেছেন তার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানান এবং গতকাল আওয়ামী যুবলীগ ছাত্রলীগ কর্তৃক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের ওপর অতর্কিত হামলা চালায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।