শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুল’র ঈদ-এ মিলাদুন্নবী(সা.)উদযাপনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গভীর শোক: সাংবাদিক আরিফিন তুষারের অকাল প্রয়াণ বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো “বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা” কর্মসূচি পরিবেশ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ “ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫ উদযাপন পতেঙ্গায় ইসলামী ব্যাংক হাসপাতাল নির্মাণে স্থান পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টা-নূরজাহান বেগম ভোলা জেলা ছাত্র ফোরাম, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত এলপিজি গ্যাসের দাম প্রতি কেজিতে কমলো ৩ টাকা কার্যকর সেপ্টেম্বর মাস থেকে উদযাপিত হল অসংখ্য উদ্যোক্তাদের প্রানের প্লাটফর্ম Young Entrepreneurs Success (YES) তরুণ উদ্যোক্তাদ ইয়েস ২১স্কুলের ১০০০ তম দিন ৩৯ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে -২০২৫ ইং এস এস সি মেধাবী মুখ কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় : বন্দরটিলা ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মলের উদ্বোধন ::

নতুন ১০ শয্যা যুক্ত হচ্ছে ক্যান্সার ওয়ার্ডে

  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২, ২.৩০ পিএম
  • ৩৩০ বার পঠিত

 

হেলাল উদ্দিন ঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যান্সার (রেডিওথেরাপি) ওয়ার্ডে নতুন করে আরো ১০টি শয্যা যুক্ত হচ্ছে। বর্তমানে এই ওয়ার্ডে ৩৫টি শয্যা রয়েছে। এসব শয্যায় ১৮ জন পুরুষ এবং ১৭ জন মহিলা ক্যান্সার রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। নতুন ১০ শয্যা যুক্ত হলে ওয়ার্ডটির ইনডোরে (আন্তঃবিভাগে) শয্যা সংখ্যা ৪৫টিতে উন্নীত হবে। এতে করে আরো দশ জন রোগী এই ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসার সুযোগ পাবেন। এ সব তথ্য নিশ্চিত করে ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ বলেন, কয়েকদিনের মধ্যে এ সব শয্যা স্থাপনের কাজ শুরু হচ্ছে। আর স্থাপন কাজ শেষে আগামী ১৫ দিনের মধ্যে নতুন এ সব শয্যায় রোগী ভর্তি শুরু করা যাবে বলে আমরা আশা করছি। ক্যান্সার ওয়ার্ডে নতুন করে দশটি শয্যা যুক্ত করতে পারাটাও কম কথা নয় বলে মনে করেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তিনি বলেন, শয্যা সংকটে অনেক রোগীকে ওয়ার্ড থেকে ফিরে যেতে হয়। এ জন্য দূর দূরান্তের রোগীকে ভোগান্তিও পোহাতে হয়। রোগীদের ভোগান্তির বিষয়টি অনুধাবন করেই এই ওয়ার্ডে শয্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান হাসপাতাল পরিচালক। ক্যান্সার ওয়ার্ড সূত্রে জানা গেছে, ওয়ার্ডের প্রবেশ মুখের একটি কক্ষে এতদিন ধরে আউটডোর (বহিঃবিভাগ) সেবা দেয়া হচ্ছিল। সম্প্রতি আউটডোর সেবা ওয়ার্ড থেকে সরিয়ে এনসিলিয়ারি ভবনে স্থানান্তর করে আউটডোর হিসেবে ব্যবহৃত কক্ষটি খালি করা হয়েছে। এই কক্ষটিতেই নতুন দশটি শয্যা স্থাপন করা হচ্ছে।

উল্লেখ্য, ক্যান্সার চিকিৎসায় দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় রেডিওথেরাপি সেবা বন্ধ ছিল চমেক হাসপাতালে। যার ফলে এই রেডিওথেরাপি সেবা নিতে রাজধানী ঢাকা যাওয়া ছাড়া ছিল না বৃহত্তর চট্টগ্রামের বিশাল সংখ্যক ক্যান্সার রোগীর। তবে ২০১৮ সালের ১৩ নভেম্বর বহু প্রতীক্ষিত নতুন রেডিওথেরাপি মেশিনের আনুষ্ঠানিক সেবা চালু হয় চমেক হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে। অন্যদিকে, নারীদের জরায়ু ক্যান্সারের চিকিৎসায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের নতুন একটি ব্র্যাকি থেরাপি মেশিন পায় হাসপাতালের ক্যান্সার ওয়ার্ড। ২০১৫ সালের শেষ দিকে মেশিনটি ক্যান্সার (রেডিওথেরাপি) ওয়ার্ডে পৌঁছলেও নানা জটিলতায় সেটি চালু করা যায়নি। সব জটিলতা কাটিয়ে ২০১৯ সালের ২৩ এপ্রিল পরীক্ষামূলক ভাবে মেশিনটির সেবা চালু করা হয়।
পুনরায় রেডিওথেরাপি সেবা এবং সম্পূর্ণ নতুন ব্রাকিথেরাপি সেবা চালুর পর থেকে রোগীর সংখ্যা বেড়েই চলেছে ক্যান্সার ওয়ার্ডে।চিকিৎসকরা বলছেন, আগে ওয়ার্ডের আউটডোরে (বহির্বিভাগে) দৈনিক ৫০/৬০ জন রোগী সেবা নিতেন। তবে নতুন রেডিওথেরাপি সেবা চালুর পর থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য বেড়ে গেছে। দৈনিক কম হলেও ৮০ জন ক্যান্সার আক্রান্ত রোগী রেডিওথেরাপি সেবা পাচ্ছেন ওয়ার্ডে।

আর মহিলাদের ব্র্যাকিথেরাপি সেবা দেয়া হয় সপ্তাহে দুদিন। এছাড়া সপ্তাহে ৬ দিন দেয়া হচ্ছে কেমোথেরাপি। ৭০ জনেরও বেশি রোগী প্রতিদিন আউটডোরে কেমোথেরাপি সেবা নেন। সবমিলিয়ে ওয়ার্ডের বহির্বিভাগে বর্তমানে দৈনিক প্রায় দেড়শ রোগী সেবা গ্রহণ করেন বলে জানান ওয়ার্ডের চিকিৎসকরা। কেবল বহির্বিভাগেই নয়, রোগীর চাপ বেড়েছে ইনডোরেও (আন্তঃবিভাগে)। চাপ সামলাতে ওয়ার্ডের আন্তঃবিভাগে (ইনডোরে) আরো কিছু সংখ্যক শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল প্রশাসন ও ওয়ার্ড সংশ্লিষ্টরা। ২০১৯ সালের ডিসেম্বরে ওয়ার্ডটিতে নতুন ১১টি শয্যা যুক্ত করা হয়। এর আগ পর্যন্ত মোট ২৪টি শয্যা ছিল ওয়ার্ডের আন্তঃবিভাগে। নতুন ১১টিসহ ওয়ার্ডের শয্যা সংখ্যা দাঁড়ায় ৩৫টিতে। তবে শয্যা সংখ্যা বাড়লেও সংকট রয়েই যায়। যার কারণে শয্যা না পেয়ে প্রতিদিনই অনেক রোগীকে ওয়ার্ড থেকে ফিরে যেতে হয়। এ নিয়ে দূর-দূরান্তের রোগীদের দুর্ভোগ ভোগান্তিতে পড়তে হয় বেশি। বলে জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।
এখন আরো দশটি যুক্ত হলে ওয়ার্ডের মোট শয্যা সংখ্যা ৪৫টিতে উন্নীত হবে। আর নতুন দশ শয্যায় পুরুষ ও মহিলা রোগীর জন্য সমান সংখ্যক (৫টি করে) শয্যা বরাদ্দ দেয়া হচ্ছে। এতে করে ওয়ার্ডে মোট শয্যার মধ্যে ২৩ শয্যায় পুরুষ এবং ২২ শয্যায় মহিলা রোগীদের চিকিৎসা দেয়া হবে। নতুন দশ শয্যা যুক্ত হলে অন্তত আরো কিছু সংখ্যক ক্যান্সার রোগী ওয়ার্ডে ভর্তি থেকে কম খরচে সরকারি চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে মনে করেন বিভাগের প্রধান ডা. সাজ্জাদ মো. ইউসুফ।
মানুষের জীবন-যাপনের অভ্যাস বা লাইফস্টাইলের কারণে ক্যান্সারের ঝুঁকি দিনদিন বেড়েই চলছে। তবে ক্যান্সার নিয়ে মানুষকে আরো সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন এ চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com