মোঃ ইসরাফিল (নাঈম), নিজস্ব প্রতিবেদক:
ভোলার চরফ্যাশন উপজেলার বজ্রপাতে আব্দুল বারেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সূর্যখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারেক ওই গ্রামের মৃত আসলামের ছেলে।
জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বারেক সকালে তার বাড়ি সংলগ্ন মাঠে গরু চড়াতে যায়। এসময় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিনি নিহত হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর শুনে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছে।