শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ- কমিটি গঠন: চেয়ারম্যান রাসেল, টিম ম্যানেজার বাবলা মেয়র ডা. শাহাদাতের অর্জন: বন্দর থেকে ১০০ কোটি টাকা পেল চসিক বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি শুধু শেখ হাসিনা নহে সব লীগেই লুটপাটের সাথে জড়িত: ইপিজেডে থানা ৩৯ প্রশাসনিক ওয়ার্ড এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড ইপিজেড থানার আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে গণসংযোগ পক্ষ শুরুর ঘোষণা : বাগেরহাট জেলা ফোরাম- চট্টগ্রাম’র আহবায়ক কমিটি গঠন সম্পন্ন বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরালি গণহত্যার প্রতিবাদ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোখতার আহম্মেদ এর শেষ কর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান: জেলা প্রশাসক জনাব ফরিদা খানম কোরিয়ান ইপিজেড (KEPZ) কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ (দুই হাজার চারশত তিরাশি) একর জমির দলিল হস্তান্ত করেন: রহমান আদর্শ শিক্ষালয়’র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী || মানব সময় ||

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৯.৩৮ এএম
  • ৪২১ বার পঠিত

পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

 

মোঃ আইনুল হক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি : সোনার বাংলা বিনীর্মানে যারা আত্মত্যাগ নিঃস্বার্থ ভাবে দেশ স্বাধীন করে এনেছিলো তাদের মধ্যে এক জন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে অপারেশননাল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধুরী (খোকা) চৌধুরী আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী । ২০২০ সালে ৩ আগস্ট এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নতুন প্রজন্মের কাছে রয়ে গেছে তার আত্মগাথা দেশ প্রেমের গল্প। তার অতীত জীবনের মহা কর্মযজ্ঞ। তিনি দেশের জন্য ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করতে সোনার বাংলার কারিগর বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতীয় সীমান্ত মালন,তারাগাপুর,কালিয়াগঞ্জ এবং কুসুমন্দি অঞ্চলে ক্যাম্প করেন এবং সেই ক্যাম্পের নেতৃত্ব দিয়েছেন।মুক্তিযুদ্ধ সুসংগঠিত করতে ভারতীয় সেনাদের থেকে যুদ্ধ প্রশিক্ষণ গ্রহণ করে তা ক্যাম্পের সংগঠিত মুক্তিযোদ্ধাদের শেখানোর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মিলিটারীদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেন।নিজের জীবন বাজি রেখে পরিবারের মায়া ত্যাগ করে, দেশের জন্য যুদ্ধে ঝাপিয়ে দেশকে স্বাধীন করে শত্রু মুক্ত করেছিলেন এই বীর সেনা।তিনি ছিলেন যুদ্ধকালীন অপারেশনাল কমান্ডার। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে দেশের জন্য,সমাজের জন্য,রাষ্ট্রের জন্য ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন।তিনি ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে শ্রমিক জনতার প্রিয় মুখ ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়,নায্য পাওনা এবং সম্মানের সঙ্গে যেভাবে কাজ করে গেছেন।স্থানীয় ভাবেও তিনি বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নেপথ্যে অগ্রণী ভূমিকা পালন করেন।বীর মুক্তিযোদ্ধা খোকা চৌধুরী ৩ মে ১৯৪৫ সালে পশ্চিম বাংলার পশ্চিম দিনাজপুর রায়গঞ্জ মহকুমার হেনতাবাদ থানার মহিপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা খলিলুর রহমান চৌধুরী এবং মাতা খতেজা খাতুন এর ৫ ছেলে ২ মেয়ের মধ্যে তিনি ছিলেন ১ম পুত্র।১৯৪৭ সালে দেশ ভাগের পর তার পরিবার চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের তৎকালীন দিনাজপুর জেলাধীন বর্তমান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। পীরগঞ্জেই স্কুল জীবন শুরু করেন। এরপরে ইস্ট পাকিস্তান রেজিমেন্টে যুক্ত হয়ে ১৯৬৫ সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে সামিল হন।পরবর্তীতে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশর স্বাধীনতার জন্য যুদ্ধে যুক্ত হন। পীরগঞ্জ থেকে তিনিই প্রথম ব্যাক্তি যিনি পীরগঞ্জ থানা থেকে রিকুজিশন খাতায় স্বাক্ষর করে ৭টি রাইফেল নিয়ে আসে পীরগঞ্জ অঞ্চলে মুক্তিযোদ্ধা সংগঠিত করেন।এবং ইন্ডিয়ার কালিয়াগঞ্জ মালন হেনতাবাদ কুসমুন্ডি এলাকায় ক্যাম্প করে ট্রেনিং করান। ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন ধীলেন এর সহযোগিতায় মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন।ধুকুরঝারী,চান্দোহর,নসিবগঞ্জ এলাকায় উনি মুক্তিযুদ্ধ পরিচালনা করতেন। নসিবগঞ্জে বাংকারে ক্যাম্প করে থাকাকালীন হঠাৎ পাকিস্তানি আর্মীরা এটাক করে।শুরু হয় সম্মুখ যুদ্ধ। চলছে পাল্টাপাল্টি গুলাগুলি। মুক্তিযোদ্ধা খোরশেদ আলি চৌধুরী খোকার উপস্থিত যুদ্ধ পরিকল্পনা স্থীর দৃষ্টিভঙ্গি শান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সম্মিলিত নেতৃত্ব সেদিন পাকিস্তান আর্মীদের ব্যার্থ পরাজিত হয়ে পেছন ফিরতে বাধ্য করেন। এমনিই তথ্য জানিয়েছেন তার পরিবারের সদস্যরা ।মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, বাংলাদেশের গর্ব, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের অহংকার এই বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনায় তার পারিবার সকলের নিকট দোয়া কামনা করছেন।প্রেস ক্লাব পীরগঞ্জের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী বলেন বীরত্বে গাথা এই বীর সেনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। জানাতে হবে আমাদের এই স্বপ্নীল ভূবনে যাদের অবদানের জন্য আমরা এ স্বাধীন দেশের স্বাদ গ্রহণ করছি তাদের কৃতিত্বের কথা।মহান সৃষ্টি কর্তা এই বীর সেনাকে বেহেশতবাসী করুক এই প্রত্যাশা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com