টোকিও অলিম্পিকে নারী ১০০ মিটার ফাইনালে ৩৩ বছর পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন থম্পসন হেরাহ এলাইন। রেকর্ড গড়ে সোনা জিততে থম্পসন সময় নেন ১০ দশমিক ৬১ সেকেন্ড।
আজ শনিবার (৩১ জুলাই) তিনি ভেঙে দেন ১৯৮৮ সালে গড়া ফ্লোরেন্স গ্রিফিথের রেকর্ড। গ্রিফিথ ১০ দশমিক ৬২ সেকেন্ড নিয়েছিলেন।
শ্যালি অ্যান ফ্রেজার ১০ দশমিক ৭৪ সেকেন্ড নিয়ে রুপার পদক পেয়েছেন আর শ্যারিকা জ্যাকসন ১০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে রুপার পদক জেতেন।
রূপাজয়ী ফ্রেজারের সামনে টানা তিন আসর ধরে সোনাজয়ের হাতছানি ছিল। এর আগের দুই অলিম্পিকে সোনা জিতেছিলেন। এবার আর পারলেন না।