মানব সময় ডেস্ক ::
বরিশালের সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সকলের প্রিয় মুখ, দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরোচীফ আরিফিন তুষার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সকালে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো সাংবাদিক সমাজ শোকাহত।
টপ এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুর হাসান মিলন তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “আরিফিন তুষারের মৃত্যু আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব সাংবাদিক সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।