মানব সময় ডেস্ক :
গত ২৬/০৮/২০২৫ ইং রোজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং কবি লায়ন
মোঃ এনায়েত হোসাইন পলাশের সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যাংকার ও সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লায়ন সৈয়দ আবুল কালাম আজাদ সাহেবের সভাপতিত্বে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়ে গেল উদ্যোক্তা সংগঠন ইয়েস ২১ স্কুলের ১০০০তম দিন উদযাপন অনুষ্ঠান।
আয়োজনের শুরুতে পবিত্রকোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এইচ এম ফোরকান। (HM Forkan)
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
আলহাজ্ব অধ্যাপক মোঃ আইয়ুব নূরী।
অধ্যক্ষ, বাঙ্গাল হালিয়া সরকারি কলেজ, রাজস্থলী, রাঙ্গামাটি জেলা।প্রধান আলোচক হিসেবে উপস্থিত
ছিলেন ইয়েস ২১ স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট উদ্যোক্তা জনাবমো: রফিকুল ইসলাম খাঁন।
( Md Rofiqul Islam Khan) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজনাব মোহাম্মদ সৈয়দুল আলম সাঈদ।
পিএইচডি ফেলো,জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডেপুটেশন, টেইনিং ওয়িং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা,জনাব মোঃ কামাল উদ্দিন সভাপতি : বাংলাদেশ জাতীয়তাবাদীমুক্তিযোদ্ধা দল, চট্টগ্রাম বৃহত্তর জেলা কমিটি।সহসভাপতি: কেন্দ্রীয় কমিটি জনাব মিজানুররহমানচৌধুরী।সম্পাদক ও প্রকাশকঃ
দৈনিক আমাদের বাংলা। সভাপতিঃ বাংলাদেশ সম্পাদক ফোরাম।জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুল
(Shahidul Islam Babul)ব্যবস্থাপনা পরিচালক, বিকেয়ার কসমেটিকস এন্ড নিউট্রিশন ফুডখোরশেদ আলম জাতিয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পরিবর্তনে আনে সমৃদ্ধি এবং শৃঙ্খলাই জীবন এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই ১০০০ তম দিনকে অভিবাদন জানালো ইয়েস ২১ স্কুল।
আয়োজনে বক্তারা বলেন,
সমাজ ও মানুষের জীবন বোধের উন্নয়নে ইয়েস ২১ স্কুল একটি ব্যতিক্রমী প্রয়াস। বক্তারা আরও বলেন চিন্তা ও চেতনায়, মেধা ও মননে আমরা যদি একটি সুশৃংখল
এবং সুস্থ্য সমাজ প্রতিষ্ঠা করতে পারি তাহলে একটা সুশৃংখল জনগোষ্ঠী এবং সুস্থ্য, সুন্দর দেশ তৈরি করা সম্ভব।এছাড়া উক্ত আয়োজনে ইয়েস ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং হ্যাপি লাইফ প্রোগ্রামের উপস্থাপনা করেন ইয়েস ২১ স্কুলের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট উদ্যোক্তা জনাব মোঃ রফিকুল ইসলাম খাঁন।
এরপর ইয়েস ২১ স্কুলের ০৭ জন এচিভার দায়িত্বশীলের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং ৯১ জন ইয়েস ২১ স্কুল সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অতিথিবৃন্দের মাঝেও ক্রেস্ট প্রদান করা হয়। নৈপুণ্যে ভরা সুন্দর, সাবলীল উপস্থাপনার জন্য উপস্থাপক লায়ন মোঃ এনায়েত হোসাইন পলাশকেও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ও ইয়েস ২১ স্কুলের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট উদ্যোক্তা জনাব রফিকুল ইসলাম খাঁন ও এই আয়োজনের সভাপতি লায়ন সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ সাহেবকে ও ক্রেস্ট প্রদান করা হয়।
সামাজিক, মানবিক এবং উদ্যোক্তা সংগঠন হিসেবে ইয়েস ২১স্কুল তার দীর্ঘ পথচলায় একটি সমৃদ্ধ অবকাঠামো এবং সমৃদ্ধ জীবনমান নিশ্চিত করতে পারবে বলে সকলের দৃঢ় বিশ্বাস।