সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ২২ ব্যাচের চট্টগ্রাম কলেজ শাখার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২২ ব্যাচের প্রতিনিধি ফখরুল ইসলামের পরিচালনায় ও আল আমিন এবং মাইনুল ইসলাম মিনালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারন সম্পাদক ও মহসিন কলেজ শাখার ভিপি মো: পারভেজ খান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতির সাংগঠনিক সচিব ও মহসিন কলেজের প্রোভিপি ফরহাদ, সিটি কলেজের আহবায়ক সাকিল, সরকারি মহিলা কলেজের জিএস রাসেল, মহসিন কলেজের প্রোভিপি রুবেল, এজিএস আরোহী, হামিদা, মায়া, চট্টগ্রাম কলেজের এজিএস ইয়াছিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইজুল, মইন উদ্দিন, কেয়া, সাবিকুন,শ্রাবন্তি,তানিয়া,আবু বক্কর, কাউছার, নারগিস, রেশমি , সায়েদা, নুসরাত, ফাহমিদা,সুমাইয়া,জেরিন,নাফিজা,তোফাজ্জল,মিথিলা,সানজিয়া, সরোয়ার, আকরাম,নয়ন ধর, বেলাল,মান্নান,আবু সালেহ, জিয়া উদ্দিন,রিয়াজ,আরিফুল আলম, চিংমারো, রবিউল,খোকন,চঞ্চল,নুর হোসেন, জান্নতুল, জুয়েল প্রমুখ।প্রধান অতিথি বক্তব্যে বলেন চট্টগ্রাম কলেজ শাখার এইচএসসি ব্যাচের আয়োজ্ন বাউবি শিক্ষার্থীদের অনুপ্রেরনা। ২৫ অক্টোবর চট্টগ্রামের সকল কলেজের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে বাউবি দিবস ও পুর্নমিলন অনুষ্ঠানের আয়োজন থাকবে এবং সে আয়জনে সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আহবান জানান।