সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত দুইজনের মধ্যে ১জনের পরিচয় ক্যাপ্টেন সৌরভ বলে স্থানীয় সূত্রে জানা গেছে,অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। তবে উদ্ধার টিম মনে করেন তারা ঐ জাহাজের কর্মকর্তা শ্রমিক বা কর্মচারী। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের জ্বালানি তেল খালাসের জেটিতে নোঙর করে রাখা ট্যাংকারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে অপরিশোধিত একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে কাজ করে কোস্টগার্ড, সেনাবাহিনী, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম। এছাড়াও দুর্ঘটনার খবর পেয়ে বন্দর, ইপিজেড ও কেইপিজেড স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি তেলের জেটিতে বাংলার জ্যোতি জাহাজে এই দূর্ঘটনা ঘটে।