নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম |
কক্সবাজার পৌর শহরের সমিতি পাড়া ১নং ওয়ার্ড এর বহুল আলোচিত সমালোচিত কুখ্যাত লেডি ইয়াবা সন্ত্রাসী রোজিনা আক্তারকে দ্রুত গ্রেফতারের দাবীতে দফায় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি । ২১ /৯/২০২৪ইংরেজি কক্সবাজার পৌরসভার সামনে অনুষ্ঠিত মানববন্ধনটি স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি সেলিম নেজামির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি’র প্রতিষ্টাতা ও সভাপতি মো:সেলিম নিজামী ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোতাহার হোসেন মানিক (সিনিয়র সহ- সভাপতি)।শামসু দোহা জুয়েল (সহ- সভাপতি) ( এম এ সাঈদ যুগ্ন সাধারন সম্পাদক)(মো:খোরশেদ আলম, মো: জুয়েল মিয়া,মো:এনামুল হক,মিতু আক্তার,মো: আজম ইকবাল-সহ-সাংগঠনিক) মোঃসাইফুল ইসলাম- সহ প্রচার ওপ্রকাশনা সম্পাদক)মো: সজিব,মোঃ আঃ কাইয়ুম,ও নুর হোসেন পাটোয়ারী, দৈনিক চট্টগ্রামের পাতার সহ সম্পাদক ছিদ্দিক আহমদ আতিক, কামাল বলি, সাজু আক্তার, বন্দনা দাশ, শিল্পী আক্তার, সহ সংগঠন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দু
দ্বিতীয় দফায়
২২/৯/২০২৪ ইংরেজি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে মানববন্ধন ও র্যালি কর্মসূচি পালন শেষে পুলিশ সুপার কার্যালয়ে চিহ্নিত মাদক কারবারি ইয়াবা সন্ত্রাসী রোজিনাকে দ্রুত গ্রেফতারের দাবীতে স্মারকলিপি দিলে আমলে নিয়ে পুলিশ সুপার দ্রুত গ্রেফতারের নির্দেশ দিলে ডিবি ওসির নির্দেশ এ একটি টিম রোজিনার বাড়ি অভিমুখে গ্রেফতারে উদ্দেশ্যে গেলে রোজিনা কে ধরতে না পেরে ফেরত আসে বলে জানা যায়।
এতে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ গনের উপস্থিতিতে পরিচালিত মানববন্ধন থেকে কুখ্যাত লেডি ডন ইয়াবা সন্ত্রাসী রোজিনা আক্তারকে দ্রুত গ্রেফতার করতে কক্সবাজার জেলা প্রশাসন সহ তদসংশ্লিষ্ট সকল আইন প্রয়োগকারী সকল সংস্থার দ্রুত আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।