মানব সময় সাহিত্য সংস্কৃতির ডেস্ক:
ক্ষণিক সময়ের আনন্দ হৃদয়ে রেখে দিতে পারি সারা জীবন,
যদি সে আনন্দ মহিমান্বিত করে থাকে বারে বারে এ মন,
বাষ্পীভূত হয়ে যে ধোয়া উঠে যায় নীল নীলিমায়,
বৃষ্টি রূপে ঝরে পড়ে এ পৃথিবীর কঠিন মায়ায়,
শরীরে লাগিয়ে সে জলোচ্ছ্বাস আগুন নিভায় প্রাণের অভিলাষ,
কন্ঠে তার বেহাগের সুর বাজে যেন হার মানা অতি ভার,
পোড়া মন জানে না কোথায় গিয়ে ঠেকবে সে চাওয়া পাওয়া,
তবুও চেয়ে যায় হৃদয় জুড়ে আজীবন এ যেন মৃত্যু পর্যন্ত ধাওয়া,
কে পারে রোধ করতে সমুদ্রের সেই তীর বেগে ছুটে যাওয়া জলতরঙ্গ!
যদি ওই হৃদয়ের থাকতো সেই সাধ্য তবে সে বাধ মানতো।