রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৯শে মুহরর ওস্তাজুল ওলামা আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ খায়রুল বশর হক্কানী (রহ.) এঁর মহান ওফাত দিবস: চট্টগ্রাম মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চাঁদাবাজি প্রতিরোধে সমন্বিত মতবিনিময় সভা ভোলার দুই কৃতি সন্তান মিজান-আবু জাফর এর একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রচার ও কার্যকরী সদস্য পদে জয়লাভ: চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত: জায়গা জমির বিরোধের জেরে ” উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে খাইরিয়া দরবার শরীফে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল ৪ঠা জুলাই অনুষ্ঠিত  ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি -মুজিব, সাঃসম্পাদক- জিয়া একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্ত্তী: চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম” এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন : পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম

শীঘ্রই চালু হচ্ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে :২০ মিনিটে পতেঙ্গা থেকে লালখানবাজার পার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪, ৪.১৭ এএম
  • ১৫৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরবাইক,৬ চাকার ট্রাক, কাভার্ডভ্যান চলবেনা। মাত্র ২০ মিনিটেই লালখানবাজার থেকে পতেঙ্গা, সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে চট্টগ্রামে!
নগরীর লালখানবাজার থেকে বিমানবন্দর পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রস্থের এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখন দৃশ্যমান।
দিনক্ষণ ঠিক না হলেও যান চলাচলের জন্য শীঘ্রই এটি খুলে দেয়া হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৪ লেনের মধ্যে দুই লেন পুরোপুরি প্রস্তুত। বাকি দুই লেনে চলছে বৈদ্যুতিক পোল স্থাপনসহ নানা ধরনের ফিনিশিং কাজ। মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মহানগরীর লালখানবাজার থেকে পতেঙ্গায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
অথচ এখন সড়ক ধরে ভয়াবহ যানজট পেরিয়ে এটুকু পথ অতিক্রম করতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। ফলে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসপাড়ায় আসতে জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ফ্লাইট মিসের ঘটনাও ঘটছে অহরহ। ভোগান্তি হ্রাস এবং পুরো মহানগরীকে যানজট থেকে রক্ষায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে এর নামকরণ করা হয়। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮১৯ টাকা। চালু করা হলেও এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ সুবিধা পেতে আরো কিছু সময় লাগতে পারে। প্রকল্প-সংশ্লিষ্টরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের চার লেনের দুটি সড়কের একপাশ পুরোপুরি প্রস্তুত। আরেক পাশের কাজ কিছুটা বাকি আছে। বসানো হচ্ছে বৈদ্যুতিক পোল। তাতে লাগানো হবে বাতি। তবে এখনো সিসিটিভি ক্যামেরা এবং স্পিড ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়নি।

এদিকে এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
তবে আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরুর আগেই এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।
সব ঠিকঠাক থাকলে আগামী ৫/৭ দিনের মধ্যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com