মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি :
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৩য় পর্যায়ের নির্বাচনী এলাকা ভিত্তিক নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দকৃত নগদ অর্থ(ট্রেজারী বিল)বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৭ মে) সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নগদ অর্থ(ট্রেজারী বিল)বিতরণ ও আলোচনা সভায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর)আসনের সংসদ সদস্য এ্যাড:ওমর ফারুক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য আলহাজ্ব চৌধুরী গোলাম মোস্তফা বাদল সহ অনেকে।