(প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া স্যরকে উৎসর্গ)
গুণীজনরা যে পথে থাকে
তাবৎ মোহন নীতিকর্ম অবিরত,
সকলে আগে পরে ক্ষেত্রবিশেষ
সে পথে মতে হাঁটে চলে থাকে
চিরন্তন নাক্ষত্রিক আবর্তে।
দূরদৃস্টির মানসপটে সৃজনে
কুঞ্জছায়াদানে মমতার আচ্ছাদনে,
প্রিয়তা বুননে সুন্দরের মজনে
অগ্রগামী অসীম মহাকাশ।
ছায়াপথ সীমাহীন ক্লাস্টার অফুরান,
ব্লাকহোল নেবুলা ধূমকেতু
ব্রক্ষান্ডের শতকোটি নাক্ষত্রিক বাগানে গুণী জ্ঞানীদের বিচরণ
আলাপন সাধন মগন থাকে
সৃস্টি ধংস রুপান্তর রুপ
সুন্দর আর ভয়ের শত
জগত পরিস্হিতিকে জয় করে
দাড়িয়ে মাড়িয়ে সবেগে
সংযত নিয়োজিত চিন্ময় থাকে
বহুগুণের অন্তরদৃস্টি সত্তা,
মহাকালীন কালজয়ী গুণীজন।