মোঃ-সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বহিলাপোতা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম শেখের বাড়ি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে ও লাল্টু মোড়লের বাড়ি একই থানার মানকিয়া গ্রামে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, শার্শার বহিলাপোতা গ্রামে কয়েকজন মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে খবর পেয়ে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের কাছে থাকা ২৪ কেজি গাঁজার ১২টি বান্ডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।