পারভেজ আহম্মেদ:
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পক্ষ থেকে বেকারত্ব দুরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুজন বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শাখা কমিটির উদ্যোগে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে হোসেনপুর এলাকায় সেলাই মেশিন বিতরণ করা হয়।
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বুলবুল এর পরিচালনায় এবং বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সরদার এম এ মহিন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন,বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক তাইজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পারভেজ আহম্মেদ,সদস্য মোহাম্মদ মোস্তফা মিয়া, লিটন আহমেদ প্রমুখ।