ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা)
সারা দেশেরে ন্যায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ জাহানপুর ইউনিয়নে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় জাহানপুর জলিল বেপারী বাজারে আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ইউপি সদস্যরা সহ অতিথিদের কালোব্যাজ পরিধানে রেলির মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয়। পরে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শোক দিবস উপলক্ষে আয়াজিত সভায় উপস্থিত ছিলেন, জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নাজিম হাওলাদার, আওয়ামী লীগ সভাপতি আলী আকবর ফরাজী, সহ সভাপতি রফিকুল ইসলাম রতন, কাঞ্চন পঞ্চায়েত আজিজুল হক পাটোয়ারী ও সকল ইউপি সদস্য সহ জাহানপুর ইউনিয়ন এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।