ডেস্ক নিউজ :
চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ওলিরহাট এলাকা থেকে ১০ মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী মোঃ আমানত উল্লাহ @ বাছা ডাকাত (৩৮)’কে ০৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ২১২৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ১৬নং কচুয়াই ইউপির ওলিরহাট বাজারের ওলিরহাট জামে মসজিদ সংলগ্ন একটি ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৪টি ওয়ান শুটার গান এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমানত উল্লাহ @বাছা ডাকাত (৩৮), পিতা- সৈয়দ ফকির, সাং-কচুয়াই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে বলে জানা যায়।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বহুদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
৪। উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ১০ টি মামলা পাওয়া যায়।
৫। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।