ঈদ সাহিত্যে মানব সময় :
ইদ মানেতো হাসি খুশি হাজার তারার মেলা
ঈদ মানেতো সবার সাথে কাটানো সারাবেলা।
ঈদ মানেতো ফিরনি সেমাই পোলাও কোর্মা খাওয়া
ঈদ মানেতো নানার সাথে কাটানো সারা বেলা।
ঈদ মানেতো খোকা খুকু পড়বে নতুন জামা
ঈদ মানেতো সেই জামাটা আনবে কিনে মামা।
ঈদ মানেতো মসজিদে আজ নামাজ পড়তে যাওয়া
বছর ঘুরে ঈদের খুশি আবার ফিরে পাওয়া।