ধক ধক ধক
অঞ্জলি দেনন্দী মম ||
বুকের খাঁচার ভেতরে শব্দ চলে
ধক ধক ধক
সব সময় আওয়াজ করা
হৃদযন্ত্রের শখ।
সারা জীবন ও বলে,
আমার শব্দ থামা মানে মরা।
আমার কারণেই প্রাণ বাঁচে।
আমার কাছে
দেহ চালনার শক্তি আছে।
আবার আমার ধক ধকানী ভালোও বাসে।
যখন প্রেমীর ধক ধকানী আমার কাছে আসে
তখন আমাদের দুজনের ধক ধক ধক
আঁকে মিলনের ছক।
আমার এ শব্দ সৃষ্টির মূল।
আর কিছুই নাই এর সমতুল।