বাষ্পীভূত চোখে
কুসুম তাহেরা ||
চির মাদকীয় নেপথলীনের ঘ্রাণ
শুকছে বেড়াল..নিজেস্ব খাবারের গন্ধ!
নেইতো কোথাও..অতীতের যত ভালোবাসার কুড়ি
গুনছে..হাতড়ে ফিরছে অন্ধকারের মাঝে কাটাকুটি!
সুর্য অন্ধকার আনবে বলে
জানালার শার্সীতে প্রতিধ্বনি দিচ্ছে
একটি ড্যাফোডিল ফুলের রেণুর সবুজ হওয়ার বার্তা
বৃষ্টি হও..লাইফ ওয়াটার ক্রাকার হও
শুকনো জমিতে মৃত শুক্রানুরা মিছিল করুক
আবার সবুজ হোক
কোকড়া পাতার শিরা..উপশিরায়!
জীবন মানেই তাড়াহুড়ো নয়
ভালোবাসার সিম্ফনী বেজে উঠুক মানুষের
দুঃখকে বিদায় দিয়ে।
আকাঙ্ক্ষা জ্বলে উঠুক
নক্ষত্রের নীচে..ঠিক তোমার দিকে বয়ে যাওয়া দুঃস্বপ্নে
মাটিতে ভালোবাসা রোপন করে
ফুটন্ত গোলাপ আলিঙ্গন করুক তোমার গ্রীবা!
#কুসুমতাহেরা