ফাগুন এসেছে মেলা বসেছে,
চারিদিকে ধুম পড়েছে!
মেলায় যাব মেলায় যাব,
চরব নাগর দোলায়।
খাব যেয়ে গুরের জিলাপি
সন্দেশ আর বড়াই।
মাটির পুতুল কিনবো আমি
আরও কিনবো হাঁড়ি।
মায়ের জন্য কিনবো আমি
রঙিন পাটের শাড়ি।
বাবার জন্য চশমা কিনব,
ভাইয়ের জন্য ঘড়ি।
আমার জন্য পুঁথির মালা,
বোনের জন্য চুড়ি।