একুশে ফেব্রুয়ারী
ইয়াসমিন মণি :
তোমাদের করি বরণ প্রতি বছর
ফাল্গুনে পলাশ,শিমুলের সুবাসে,
তোমাদের করি স্মরণ প্রতি বছর
ফেব্রুয়ারী মাস জুড়ে একুশের বই
মেলায়।
তোমাদের জানাই প্রতি বছর
ত্রিশ কোটি সালাম ভাষা শহীদের
মাসে,
বাংলার সর্বস্তরের জনগন প্রতি বছর
তোমাদের জানায় বিনম্র শ্রদ্ধা
শহীদ মিনারে একত্রিত হয়ে ।
সারা দেশে প্রতি বছর একই সুরে
গায়” আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে
পারি”।
তোমরা বাঙালীর বীর সন্তান
প্রাণ দিয়ে এনে দিয়ে গেছো
বাঙালীর বাংলা ভাষা,ভুলিনি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশে ফেব্রুয়ারী তোমাদেরই
অবদান।