নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম :
নগরীর উত্তর পতেঙ্গায় সবুজ সংঘ স্পোর্টিংয়ের ফুটসাল
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে (আব্দুল কাদের কমমোরাটিভ ক্লাব)Abdul Kader Commemorative Club , রানার্স আপ -আর এস নেটওয়ার্ক ফুটবল টিম।
২১ আগস্ট,বৃহস্পতিবার রাতে পতেঙ্গা স্পোর্টস এরিনায় আব্দুল কাদের স্মৃতি ২-১ গোলে আর এস নেটওয়ার্ক কে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা প্রাইজমানি জিতেন।রানার্স আপ দল ট্রফি সহ ২০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে।
এছাড়া জয়ী দলের মোঃ বাবু উদীয়মান খেলোয়াড়, ফাইনালে সেরা খেলোয়াড় আলিফ,টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাপ্পী ,রানার্স আপ দলের আজান সেরা গোলদাতা,একই দলের সেরা গোল কিপার অভি হিসেবে ব্যাক্তিগত ট্রফি লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চৌধুরী এন্ড সন্স ‘এর স্বত্বাধিকারীরা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইমতিয়াজ চৌধুরী। এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সংঘ স্পোর্টিংয়ের উপদেষ্টা সদস্য মোঃ লিটন, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সবুজ সংঘ স্পোর্টিংয়ের নির্বাহী কমিটির সংগঠনক মোঃ ফাহাদ, মোঃ সাকিব,মোঃ পিয়াল, সজীব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ হারুন উর রশীদ, মোঃ মনজুরুল আলম মঞ্জু।
খেলায় চলতি ধারাভাষ্যে ছিলেন লুৎফর রহমান আরমান।