বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়া মাত্র ০২ ঘন্টার মধ্যে সিএনজি উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সাথে ওসি পতেঙ্গার সৌজন্য সাক্ষাত দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রবেশপথ ও ফুট ওভারব্রিজ উঠানামা সম্মুখ সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন : ১৯ আগস্ট ৩৮ নং ওয়ার্ডে ওরশে আশা হযরত ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথি সিটি মেয়র ডাঃ শাহাদাত ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মান্না সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রাম বন্দরসহ সব সেক্টরে অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে : এস এম লুৎফর রহমান পতেঙ্গার মাইজপাড়া যেন অজপাড়া গাঁ: সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি,তীব্র জনদূর্ভোগ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন, তার জন্য সবাইকে কাজ করতে হবে- সন্দ্বীপ উপজেলা বিএনপির দোয়া মাহাফিলে ডা. শাহাদাত হোসেন ৩৯ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী-দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন, তার জন্য সবাইকে কাজ করতে হবে- সন্দ্বীপ উপজেলা বিএনপির দোয়া মাহাফিলে ডা. শাহাদাত হোসেন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪.৩২ পিএম
  • ১২ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধতার রাজনীতিতে আসতে পারি, তাহলে মানুষ তাদের সব অধিকার ফিরে পাবে। ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই। নতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে চাই। তাই আগামী নির্বাচনে তারেক রহমান ও খালেদা জিয়া যাকে মনোনয়ন দেবেন, তার বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি সন্দ্বীপের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। তিনি শুক্রবার (১৫ আগষ্ট) বাদে জুমা সন্দ্বীপ উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের শিকারদের জন্য দোয়া করা হয়।ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি সবসময় দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দীনের সরকারের সময় রাজনৈতিক সংকটে বিদেশে চলে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন, আমি মরবো বাংলাদেশে, বাঁচবো বাংলাদেশে। গত ১৬ বছরে তিনি অমানবিক নির্যাতন সহ্য করেছেন, গৃহবন্দী থেকেছেন, মিথ্যা মামলায় সাজা পেয়েছেন। এই ত্যাগের জন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রী।
সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো. আবু তাহেরের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের সঞ্চানালয় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক নিঝুম খাঁন, সদস্য সচিব এম এ আজিজ, পৌর সভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আফসার, ছাত্রদলের উপজেলার সদস্য সচিব মো. শহীদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com