মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়া মাত্র ০২ ঘন্টার মধ্যে সিএনজি উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের সাথে ওসি পতেঙ্গার সৌজন্য সাক্ষাত দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রবেশপথ ও ফুট ওভারব্রিজ উঠানামা সম্মুখ সিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন : ১৯ আগস্ট ৩৮ নং ওয়ার্ডে ওরশে আশা হযরত ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথি সিটি মেয়র ডাঃ শাহাদাত ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মান্না সিএমপি’র বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগী অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রাম বন্দরসহ সব সেক্টরে অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে : এস এম লুৎফর রহমান পতেঙ্গার মাইজপাড়া যেন অজপাড়া গাঁ: সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি,তীব্র জনদূর্ভোগ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন, তার জন্য সবাইকে কাজ করতে হবে- সন্দ্বীপ উপজেলা বিএনপির দোয়া মাহাফিলে ডা. শাহাদাত হোসেন ৩৯ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী-দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দরসহ সব সেক্টরে অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে : এস এম লুৎফর রহমান

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২.৫৯ পিএম
  • ১০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য বন্দর, শিল্প কলকারখানা ও ইপিজেডসহ সকল শ্রমিক সেক্টরে শ্রমিকদের প্রতিনিধি নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে সিবিএ নির্বাচন দিতে হবে।
তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী-এর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, কোষাধক্ষ্য মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক ও শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার প্রমুখ।
এস এম লুৎফুর রহমান বলেন, বিগত সরকারের সময় শ্রমজীবী মানুষের ভোটাধিকার হরণ করে শ্রমিক লীগ একচেটিয়া ভাবে সারাদেশে সিবিএ দখল করেছিল। তারা শ্রমিকের অধিকারের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো মালিক ও সরকারের স্বার্থ হাসিলের জন্য শ্রমিকদের ন্যায্য অধিকারের বিপরীতে অবস্থা নিয়েছে। সেই সময়ে সিবিএ কে শ্রমিকদের প্রতিনিধি মনে হয়নি। শ্রমিকরা সিবিএ কে মালিক ও সরকারের লাঠিয়াল বাহিনী মনে করত। আমরা দেখেছি বিভিন্ন সময়ে শ্রমিকরা যখন ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মালিকের সাথে দর কষাকষি করছে তখন সিবিএ নামধারীরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মালিকদের সাথে পেছনের গেট দিয়ে সমঝোতা করেছে।
তিনি বলেন, সিবিএ হতে হবে শ্রমিক বান্ধব। তাদের প্রধান কাজ হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করা। তারা নিজেদের স্বার্থের জন্য মাথা বিক্রি করবে না। সিবিএ নেতৃত্ব হবে সৎ ও দুর্ধর্ষ সাহসী। মালিক ও রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করার হিম্মত থাকতে হবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই জাতীয় নেতৃত্বকে সকল সেক্টরের সিবিএ নেতা হিসেবে নির্বাচিত করতে হবে। একই সাথে যে সকল ট্রেড ইউনিয়ন ক্রাফ্ট ফেডারেশন পতিত স্বৈরাচারের দোসররা দখল করেছিল অবিলম্বে সেই সকল ট্রেড ইউনিয়ন ওৎক্রাফ্ট ফেডারেশনকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের কোন জায়গা শ্রমিক সেক্টর হবে না।
এস এম লুৎফর রহমান বলেন, সেক্টর নেতৃবৃন্দকে স্ব স্ব সেক্টরের কাজ গতিশীল করতে হবে। প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন মজবুত ও শক্তিশালী করতে হবে। শ্রমিকদের সমস্যার সমাধানে সেক্টর নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের আইনগত অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। শ্রমিক নেতৃবৃন্দ হবেন শ্রম দরদী। এই অঙ্গনে সেবার মন-মানসিকতা নিয়ে কাজ করতে হবে। এর বিপরীতে যারা দখলদারী চাঁদাবাজি ও সন্ত্রাসের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আগামী দিনে বাংলাদেশের শ্রমিক সেক্টর আর কোন লুটেরাদের হাতে জিম্মি হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com