নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
“বই হোক নিত্যদিনের সঙ্গী” এই শ্লোগান নিয়ে দীর্ঘ বছর যাবত আজকের মানব সময় পত্রিকার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে ম্যাগাজিন বই বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সেই লক্ষ্যে রাজনৈতিক, ব্যবসায়িক,সামাজিক ,সাংস্কৃতিক – ক্রীড়া সংগঠক , শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে হাতে পৌঁছে দিতে প্রচারণা চলছে।
গতকাল সন্ধ্যায় সিনিয়র শিক্ষক ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজের মোঃ সিরাজুল ইসলাম শাহিন, শিক্ষক মোঃ হোসাইন,বেপজা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এবিএম মুক্তাদির আহমদ ,মাষ্টার সুমন,এইচ এম শাহানুর, নাজিম উদ্দিন, সংগঠক আরিফ হোসেন, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক হোসেন বাবলা।এছাড়া মানবাধিকার সংগঠক মোঃ মামুন,গ্রীন সিটি স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ শাহ আলম সহ অন্যান্যদের বইটির শুভেচ্ছা কপি সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার নিজেই তুলে দেন।
ম্যাগাজিনের খুঁটিনাটি আলোচনা – সমালোচনা ও পরামর্শ অবশ্যই মূল্যায়ন করে সম্পাদক কে জানান।
ইতিমধ্যে বইটির মোড়ক উন্মোচন সহ প্রকাশনা অনুষ্ঠান চট্টগ্রাম মডেল স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যক্ষ এম নজরুল ইসলাম খান।