বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোলার দুই কৃতি সন্তান মিজান-আবু জাফর এর একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে প্রচার ও কার্যকরী সদস্য পদে জয়লাভ: চসিকের পরিচ্ছন্ন কার্যক্রমের বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত: জায়গা জমির বিরোধের জেরে ” উত্তর পতেঙ্গা চডিহালদায় দেবরের ছুরিকাঘাতে ভাবী খুন আহলে বাইতে রাসুল (সাঃ) এর স্মরণে খাইরিয়া দরবার শরীফে ৫তম শাহাদাতে কারবালা মাহফিল ৪ঠা জুলাই অনুষ্ঠিত  ইপিজেড থানা ৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি -মুজিব, সাঃসম্পাদক- জিয়া একতা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ সভাপতি নুর আহমেদ, সাধারণ সম্পাদক সন্তোষ চক্রবর্ত্তী: চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম” এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন : পথের শেষ নেই, চোখে ধরা প্রকৃতিই জীবনের আনন্দ—আজ আমার জন্মদিন” জাহাঙ্গীর আলম সিএমপি’র ডিবি (উত্তর- দক্ষিণ) টিম কর্তৃক ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার বন্দর-ইপিজেড পতেঙ্গায় জনদুর্ভোগ ও যানজট নিরসন কল্পে মতবিনিময় সভায় ২৪ জুলাই বিশাল মানববন্ধনের ঘোষণা :

১৯৮৯ ব্যাচের উদ্যোগে শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১০.১৭ এএম
  • ৭২ বার পঠিত

রতন বড়ুয়া,চট্টগ্রাম প্রতিনিধি::
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পরিমল কান্তি বড়ুয়াকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেছেন বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
চট্টগ্রাম নগরীর অক্সিজেনে একটি রেস্টুরেন্টে ’৮৯ ব্যচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ২০ জানুয়ারী২০২৫ রবিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী অমর বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য সাংবাদিক রতন বড়ুয়া। অনুষ্ঠানে স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রী শিক্ষিকা উর্মি বড়ুয়া, প্রধান শিক্ষিকা ইন্দিরা বড়ুয়া, প্রকৌশলী লিটু বড়ুয়া এবং ব্যাংক কর্মকর্তা উজ্জ্বল বড়ুয়া। এছাড়া শিক্ষিকা কাকলী বড়ুয়া, গ্রুপ অব কোম্পানীর কর্মাশিয়াল কর্মকর্তা সজীব বড়ুয়া ছোটন, ব্যবসায়ী প্রণব বড়ুয়া টিটু, সাবেক সেনা সদস্য শ্যামল বড়ুয়া, শিক্ষক সুশীল বড়ুয়া ,শিক্ষক বাবুল পারিয়াল, কানাডা প্রবাসী রত্না বড়ুয়া, বৌদ্ধ নেত্রী জয়মালা বড়ুয়া এবং ব্যাবসায়ী রুপম বণিক,প্রবাসী বাসু বড়ুয়া শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সুশীল বড়ুয়া, হাবিবুর রহমান, মো. আলমসহ ১৯৮৯ ব্যাচের আরও অনেক সদস্য। পরিমল কান্তি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে তার সন্তান অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিউটন বড়ুয়া, পুত্রবধু সমাজ সেবিকা লুবনা বড়ুয়া ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পরিমল কান্তি বড়ুয়া শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন আমাদের জীবনগঠনের অনুপ্রেরণা।” তারা তার অবদানের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তাঁর সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক পরিমল বড়ুয়াকে সম্মাননা স্মারক এবং বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এটি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com