এম এ হান্নান,তজুমদ্দি প্রতিনিধি:
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে ‘তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন’। নতুন এ কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৈনিক জাতীয় (দ্যা ইনভেস্ট) পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি আলহাজ্ব সাইদুর রহমান রিপন এবং সাধারণ সম্পাদক (দৈনিক দক্ষিনাঞ্চল) পত্রিকার স্টাফ রিপোর্টার ফুয়াদ মুজাহিদ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন (দৈনিক সত্য সংবাদ) পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ইলিয়াস রনি।
মোট ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- (সহ-সভাপতি) দৈনিক আজকাল পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি এম এ হান্নান , (সহ-সভাপতি) বাংলাদেশ বানী পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম,(সহ সভাপতি ) দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকা স্টাফ রিপোর্টার আমিনুল আহাদ তৌহিদ, (যুগ্ম সাধারণ সম্পাদক) দেশ চ্যানেল ও দৈনিক বাংলার প্রতিচ্ছবি তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি সুলাইমান পোদ্দার,
(যুগ্ম সম্পাদক)দৈনিক সংগ্রাম পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি লোকমান হোসেন,
(যুগ্ম সম্পাদক) দৈনিক আজকের বরিশাল তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নুরে আলম,
(সহ সাংগঠনি) দৈনিক কলমের কন্ঠ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি নাঈম, (সহ সাংগঠনিক) দৈনিক বরিশালের ক্রাইম তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মজিরুদ্দিন রায়হান, (কোষাধ্যক্ষ) বিডি নিউজ ৯৯৯ ভোলা জেলা প্রতিনিধি, ফরহাদ হোসেন
( দপ্তর সম্পাদক) দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, (ক্রিয়া সম্পাদক)দৈনিক দেশ বুলেটিন তজুমদ্দিন উপজেলা বিশেষ প্রতিনিধি রাকিবুল ইসলাম,
(প্রচার সম্পাদক) দৈনিক ভোলার কাগজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হাসনাইন, (নির্বাহী সদস্য) দেশ দেশান্তর তজুমদ্দিন প্রতিনিধি মনির খান,(নির্বাহী সদস্য) বাংলাদেশ সংবাদ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, (সদস্য) ভোরের বাংলা প্রতিদিন নিশাত খান মিরাজ, (সদস্য) দৈনিক দিনের আলো প্রতিদিন নুরনবী রাসেল, (সদস্য) রংধনু নিউজ তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি জিহাদ, (সদস্য) প্রথম বাংলা প্রতিদিন মমিন উদ্দিন, (সদস্য) দৈনিক মাতৃজগত প্রতিকার প্রতিনিধি জিহাদ হোসেন, (সদস্য)দৈনিক ভোলার বানী তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি জুবায়ের হোসেন।
সংগঠনটি ৩ রা জানুয়ারি শুক্রবার নতুন কমিটির সদস্যদের তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।নবগঠিত কমিটির সভাপতি সাইদুর রহমান রিপন বলেন, তজুমদ্দিন উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে ‘তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন’ গঠন করা হয়েছে। এই সংগঠন তজুমদ্দিনে নির্ভীক ও পরিশ্রমী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে এক সাথে কাজ করবে। সাংবাদিক ইউনিয়ন হয়ে উঠবে জাতির আস্থার প্রতিক।