মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চউক কাজির দেউরি কাঁচা বাজার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে সমিতির নেতারা মেয়রের সাথে বাজার এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সমিতির এম. এ. রাজ্জাক, জাকির হোসেন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আরফান উদ্দিন টিটু এবং নাছের আলম।
মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের উন্নয়নমূলক কাজের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি কাঁচা বাজারের আধুনিকায়ন এবং ক্রেতাদের সুবিধার্থে বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করেন। সাক্ষাৎকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,”চট্টগ্রামের বাজারগুলোকে আধুনিক ও ক্রেতাবান্ধব করতে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। বাজারের সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের উন্নয়নে চসিক সর্বদা প্রস্তুত। এই শহরের ব্যবসায়ীরা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। তাদের সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমি বিশ্বাস করি, ব্যবসায়ী সমিতির সঙ্গে একসাথে কাজ করলে আমরা বাজারগুলোর চেহারা বদলে দিতে পারব।”
তিনি আরও বলেন, “বাজারে ক্রেতা ও বিক্রেতাদের জন্য পরিবেশবান্ধব ও নিরাপদ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে আমি নবনির্বাচিত কমিটির সক্রিয় অংশগ্রহণ আশা করি। ব্যবসায়ীদের দাবি-দাওয়া সঠিকভাবে সমাধানের জন্য চসিক আন্তরিকভাবে কাজ করছে এবং করবে।”মেয়র ডা. শাহাদাত হোসেন সমিতির নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, “নেতৃত্বের মাধ্যমে আপনাদের এলাকার ব্যবসায়ীদের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে বাজারের আধুনিকায়ন কার্যক্রমে আপনাদের মতামত ও সমর্থন গুরুত্বপূর্ণ।”মেয়র আশ্বাস দেন যে, ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক চাহিদা ও সমস্যার সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।