সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
অদ্য ৩১ ডিসেম্বর ২০২৪ বিকাল ৩টায় বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের কলসীদিঘির পাড়স্থ “সুন্দরবন আইডিয়াল স্কুল’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি’র চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক,বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড-এর চট্টগ্রাম শিক্ষক নেতা এম নজরুল ইসলাম খান। স্কুলের সভাপতি মোঃ রুবেল শেখ এর সভাপতিত্বে ও মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ জোসনা আক্তার। বক্তব্য রাখেন মোঃ ইমরান,সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ। ছাত্র-ছাত্রীরা,অভিভাগবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।