সাহিত্য সংবাদ, আজকের মানব সময় :
শরতের এই বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে “চিরসবুজ শিশু সাহিত্য উৎসব-২০২৪ এর আয়োজনে শুক্রবার বিকেলে ছড়া-কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে বিকেল সাড়ে ৪টায় শিশুসাহিত্য উৎসবের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
কবি-লেখক দীপক বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে
সূচনা বক্তব্য রাখেন কাসেম আলী রানা ,অংশগ্রহণে : নির্ধারিত শিশুসাহিত্যিক কবি লেখকবৃন্দ।
আলোচনা সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টায়,বিষয় -আগামীর শিশুসাহিত্যসভাপতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিপুল বড়ুয়া,আলোচক : হাসনাত আমজাদ, কবি জসীম মেহবুব, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, কেশব জিপসী, অমিত বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, লেখক ইলিয়াস বাবর
সূচনা বক্তব্য : ইসমাইল জসীমছড়া-কবিতা পাঠ ও আবৃত্তি সন্ধ্যা ৭টায়,সভাপতি -সৈয়দ খালেদুল আনোয়ার,সূচনা বক্তব্য কবি লিপি বড়ুয়া,অংশগ্রহণ করেন নির্ধারিত শিশু সাহিত্যিক কবি লেখকবৃন্দ।
এই আয়োজন এর মাধ্যমে আজকের সারাদিনের বর্ণিল কর্মসূচির সমাপ্তি ঘটে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী আয়েশা হক শিমু।
উৎসবের শেষ দিন ২৬ অক্টোবর, শনিবার বিকেল সাড়ে ৪টায়আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে।সবাইকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মিলনায়তনে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমীর পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।