মানব সময় ডেস্ক :
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত ঐতিহ্যবাহী বে শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ১৬ জন পদপ্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দিতা করেন। ভোটার সংখ্যা ছিল ১১৫ জন। সকাল ১১ টা থেকে শুরু হওয়া দ্বিবার্ষিক নির্বাচনটি বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন মোরশেদুল আলম চৌধুরী তাজু ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম, বিকেল পাঁচটা ৩০ মিনিটে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলী মনসুর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জারগাম মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুছা , অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নেজাম উদ্দিন সেলিম, সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন রফি উদ্দিন সবুজ, প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম, সদস্য পদে নির্বাচিত হয়েছেন সজল কান্তি দাশ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সংগঠনের সদস্যদের ইচ্ছে পূরন করবেন বলে জানান নব নির্বাচিত সাধারণ সম্পাদক।