মানব সময় ডেস্ক :
মনপুরার চরফৈজুদ্দিন ৮ নং ওয়ার্ডের উত্তরের সুইজগেট সংলগ্ন চানমিয়া মুন্সিবাড়ির মরহুম চানমিয়া মুন্সির বড় ছেলে জনাব শফিউল্লাহ মুন্সী সাহেব চিকিৎসাধীন অবস্থায় আজ ফজরের নামাজের পূর্বে ঢাকায় ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন বার্দ্ধক্য জনিত রোগে ভুগছিলেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ জুমুয়া নামাজে জানাজা শেষে ঢাকার টংগীতে তার বড় পুত্র জনাব মাও. মফিজ উদ্দীন সাহেবের বাড়ি সংলগ্ন কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
তিনি বশির মাষ্টারদের আপন খালু এবং মাষ্টার পরিবারের শ্রদ্ধেয় মুরুব্বি ছিলেন। তার মত্যুতে মাষ্টার পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি খোদাভীরু আলেম এবং এলাকায় সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং মরহুমের শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। তার মৃত্যুতে মাষ্টার পরিবার সহ আত্মীয় স্বজন ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ জানান।